
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:৪২ এএম
আরো পড়ুন
উচ্চ আদালতের সব বেঞ্চ ওপেন রবিবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২১, ১০:২০ পিএম
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন উচ্চ আদালতে স্বশরীরে বিচার কাজ বন্ধ থাকার পর অবশেষে সব কোর্ট খুলে দেয়া হচ্ছে। যদিও এরই মধ্যে কিছু বেঞ্চ খুলে দেয়া হয়েছিল।
আগামী রবিবার (২০ জুন) থেকে স্বশরীরে বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৩টি বেঞ্চ খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাইকোর্টে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন উচ্চ আদালতে স্বশরীরে বিচার কাজ বন্ধ থাকার পর অবশেষে সব কোর্ট খুলে দেয়া হচ্ছে। যদিও এরই মধ্যে কিছু বেঞ্চ খুলে দেয়া হয়েছিল।
আগামী রবিবার (২০ জুন) থেকে স্বশরীরে বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৩টি বেঞ্চ খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাইকোর্টে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।