×

জাতীয়

শিমুল বিশ্বাসসহ ২৫ জন রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৪ পিএম

শিমুল বিশ্বাসসহ ২৫ জন রিমান্ডে
   
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৫ জনকে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আট নারী আসামির রিমান্ড নামঞ্জুর হয়। শুক্রবার সন্ধ্যায় রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাহবুব আলম শাহবাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় শিমুল বিশ্বাসের ১০ দিন এবং অপর ৩২ আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামিপক্ষে সানাউল্লাহ মিয়া, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, জিয়াউদ্দিন জিয়া, হেলাল উদ্দিন প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিন প্রার্থনা করেন। শুনানিতে তারা নারী আসামিদের রিমান্ড নামঞ্জুর জামিন চান। আর শিমুল বিশ্বাস পক্ষে তারা বলেন, তিনি মিটিং, মিছিল করেন না। সবসময় খালেদা জিয়ার সঙ্গেই থাকেন। তিনি বয়স্ক, অসুস্থ, ঢাকা বারের সদস্য বিবেচনায় তার রিমান্ড নামঞ্জুরের আবেদন করেন তারা। অপর আসামিদের পক্ষে তারা বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। বিএনপি করাটাই তাদের অপরাধ। এজন্য পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ড চেয়েছে। রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। তাদের রিমান্ড নামঞ্জুর করে জামিন চান তারা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে শিমুল বিশ্বাসের পাঁচ দিন, আট নারী আসামির রিমান্ড নামঞ্জুর এবং অপর ২৪ জনের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চানখারপুল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App