সোমবার সুনামগঞ্জ যাচ্ছেন আল্লামা বাবুনগরী ও মামুনুল হক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০১:০০ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জুনাইদ আহমদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক।
সুনামগঞ্জের দিরাইয়ে আগামীকাল সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান হবে।
শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
এ ব্যাপারে দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী বলেন, আমরা আশা করছি দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে। আমাদের সেরকম প্রস্তুতিও রয়েছে। সম্মেলন সফল করতে পাঁচশত সেচ্ছাসেবক কাজ করবেন। এবং স্থানীয় প্রশাসনও আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।