জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ : জাবেদ পাটোয়ারী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৪ পিএম


জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ বলে জানিয়েছেন বাহিনীটির নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় আলাপকালে তিনি এ কথা জানান। বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন আইজিপি।
তার দায়িত্ব গ্রহণের পরই সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ।
নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন কি-না, এমন আরেক প্রশ্নের জবাবে নয়া আইজিপি বলেন, পুলিশের প্রতিটি দিনই একেকটি চ্যালেঞ্জ। নির্বাচনের সময় অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।