স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির উদ্বোধনী ব্যানারে নেই খালেদা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৪:৫৪ পিএম

সোমবার স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রীর মাসব্যাপী দলীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভোরের কাগজ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। সোমবার (১ মার্চ) গুলশানে হোটেল লেকশোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের মূল ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ছবি থাকলেও চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি নেই । তবে অনুষ্ঠানস্থলের বাইরে হোটেলের প্রবেশ মুখে খালেদা জিয়ার ছবি সম্বলিত কয়েকটা ছবি রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক ৷ এরপর স্বাধীনতাযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থতা কামনা করা হয়।
[caption id="attachment_268364" align="alignnone" width="860"]
এরপর কালচারাল শিল্পী গোষ্ঠীর জাতীয় সংগীত পরিবেশন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি এক মনিট নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন। ২০ দলীয় জোটসহ বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন।