আদালতে নজরুল ইসলাম মজুমদার, ‘গণভবনে বাধ্য হয়ে গিয়ে বক্তব্য দিয়েছিলাম’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
জুলাই হত্যাকাণ্ডের পৃথক দুটি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারকে ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে রিমান্ড এড়ানোর অনুরোধ করেন। তবে আদালত দুটি হত্যা মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, নজরুল ইসলাম মজুমদার জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী এবং তৎকালীন সরকারের সহযোগী ছিলেন। তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসে ছাত্র-জনতার আন্দোলন দমনে সমর্থন দেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, নজরুল ইসলাম মজুমদার গুরুতর অসুস্থ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি বাধ্য হয়ে গণভবনে গিয়েছিলেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করলে আদালতে বিমর্ষ হয়ে পড়েন নজরুল ইসলাম মজুমদার।
নজরুল ইসলাম মজুমদার আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আমার একটা অপারেশন হয়েছে। আমি এক মাস যাবৎ হাসপাতালে ছিলাম। আমাকে রিমান্ডে দিয়েন না। দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেবেন। নজরুল ইসলাম মজুমদার চিকিৎসা–সংক্রান্ত তার কাগজপত্র আদালতকে দেখান।
তিনি আরো বলেন, ‘আমাকে নিয়ে পিপি সাহেব যেসব কথা বলেছেন, তার সব কটি সঠিক নয়। মাননীয় আদালত, আমার ভাই হীরু (সাইফুল ইসলাম হীরু) লাকসামের এমপি ছিলেন। তাকেও শেখ হাসিনার আমলে গুম করে হত্যা করা হয়েছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণভবনে বাধ্য হয়ে ওই বক্তব্য দিয়েছিলাম।