বইমেলার ঘটনায় সাত সদস্যের কমিটি, তিন দিনের মধ্যে রিপোর্ট

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত
অমর একুশে বই মেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির সদস্য সচিব এবং বইমেলার টাস্কফোর্স কমিটির আহ্বায়ক সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।
সাত সদস্যের এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
সেলিম রেজা বলেন, “কমিটির মধ্যে মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন, বাংলা একাডেমি, পুস্তক প্রকাশক সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। ওনারা তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। দেয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।
বইমেলার টাস্কফোর্স কমিটি নিরাপত্তা পরিস্থিতি রক্ষায় তৎপর এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
সব্যসাচী প্রকাশনীর স্টল বন্ধ থাকবে কিনা এমন প্রশ্নে সেলিম রেজা বিকেলে জানান প্রকাশনীর কেউ আসলে তারা স্টল পরিচালনা করতে পারবে। কিন্তু স্টল খোলার বিষয়ে মেলা কর্তৃপক্ষের কাছে এখনও প্রকাশনীর কেউ যায়নি।
সোমবার বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন শতাব্দী ভব নামে এক লেখক। পরে পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেয়া হয় তাকে।