সাবেক মেয়র আতিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

আতিকুল ইসলাম
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।
এদিন ট্রাইবুনালে তিনটি আবেদনের ওপর শুনানি হয়। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ দুটি এবং গাজী মোনাওয়ার হোসাইন তামিম একটি মামলার শুনানি করেন। বি এম সুলতান মাহমুদ জানান, উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে, ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
দ্বিতীয় আবেদনে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এই ছয় নেতা ইতোমধ্যে অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউশন পক্ষ প্রডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, শুনানি শেষে ১৭ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।
এ ছয়জন হলেন- সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
গত ১৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।