দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো গাজীপুর সদর থানার ওসিকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম

গাজীপুর সদর থানা
গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ছাত্র-জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেয়া হবে। যেসব পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে শনিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয় বাসিন্দারা।
আরো পড়ুন: গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের