×

জাতীয়

আওয়ামী লীগের সঙ্গে জাসদ-জাতীয় পার্টির কার্যালয়েও অগ্নিসংযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম

আওয়ামী লীগের সঙ্গে জাসদ-জাতীয় পার্টির কার্যালয়েও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

   

বগুড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে জেলা জাসদ (ইনু) ও জাতীয় পার্টি এবং শ্রমিক জোটের কার্যালয়েও। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এসব হামলা ভাঙচুরের পাশাপাশি লুটপাট চললেও রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে পুলিশ বা ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখা যায়নি।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাত মাথায় শেরপুর রোডে আওয়ামী লীগ জেলা হামলা চালানো হয়।

সেখানে অগ্নিসংযোগের পর সাতমাথায় থাকা জেলা জাসদ (ইনু) ও জাতীয় শ্রমিক জোট কার্যালয়ে হামলা করে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে একদল মানুষ। পরে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টি কার্যালয়েও চালানো হয় ভাঙচুর। করা হয় অগ্নিসংযোগ।

এ সময় আগুন এবং ভাঙচুর করা কয়েকশত জনতা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা পর্যন্ত মিছিল করলে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে শ্লোগানে শোনা যায়, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘দিল্লী না ঢাকা- ঢাকা, ঢাকা’; ‘পিনাকী দাদার অ্যাকশন- ডাইরেক্ট এ্যাকশন’।

এছাড়াও শেখ হাসিনাকে ভারতের দালাল এবং হাসানুল হক ইনুকে হাসিনার দালাল হিসাবেও শ্লোগান দেয়া হয় মিছিলে।

এছাড়া অনেককেই আওয়ামী লীগ-জাসদ-জাতীয় শ্রমিক জোট অফিস থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যেতেও দেখা যায়।

এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের সিনিয়র উপ-সহকারী পরিচালক আব্দুল জলিলকে মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, শহরে অগ্নিসংযোগ করার বিষয়ে তিনি জানেন না। এখন জানার পর কী ব্যবস্থা নিবেন প্রশ্ন করা হলে তিনি বলেন- “দেখি।”

এছাড়া এই বিষয়ে জানতে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে জেলা পুলিশ সুপার জিদান আল মুসাকে কল করা হলে তিনিও ধরেননি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App