আ. লীগ সরকারের আমলে 'বঞ্চিত' কর্মকর্তারা শিগগিরই পাবেন বকেয়া টাকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে 'বঞ্চিত' ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের শিগগিরই আর্থিক সুবিধা দেয়া হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
মোখলেস উর রহমান লেখেন, উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেয়া হবে।
বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুসংবাদ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গঠিত বঞ্চনা নিরসন কমিটির (বনিক) প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত সারসংক্ষেপ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে।
তিনি লেখেন, সচিব পদে ১১৯ জন, গ্রেড- ১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জনকে পদোন্নতির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চার জনের পদোন্নতির অনুমোদন দেয়া হয়েছে। পদভিত্তিক আলাদা আলাদা জিও জারি করে দ্রুত বকেয়া টাকা প্রাপ্তির জিও জারি করা হবে।
আওয়ামী লীগের আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত বছরের সেপ্টেম্বরে এই বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয়।