×

জাতীয়

কাজের বুয়া সেজে চুরি, বিলাসী জীবনযাপনকারী শেফালী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

কাজের বুয়া সেজে চুরি, বিলাসী জীবনযাপনকারী শেফালী গ্রেপ্তার

শেফালী বেগম

   

রাজধানীর ধানমন্ডিতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত এক নারী গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র দিয়ে ‘রোকসানা’ নামে কাজ নেয়া এই গৃহকর্মী আসলে শেফালী বেগম নামে পরিচিত, যিনি বুয়ার কাজের আড়ালে দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন অভিজাত এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল।

ধানমন্ডির একটি বাসায় কাজ নেয়ার পর শেফালী মালিকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় বাসার মালিক থানায় একটি মামলা দায়ের করলে (ধানমন্ডি মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০১/২০২৫, ধারা-৩৮১ পেনাল কোড) পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।

রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) জানান, মামলা হওয়ার পরপরই ধানমন্ডি থানার এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে সনাক্ত করে। ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে শেফালীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার নিকট থেকে নগদ টাকা ৩ লাখ ৪৩ হাজার, গলার মুক্তার হার ১টি,  ৯টি মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগ ও ব্যাগের রক্ষিত চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি জানান, গ্রেপ্তারের পর শেফালীর কাছ থেকে বেরিয়ে আসে আরো চমকপ্রদ তথ্য। তার কাছে পাওয়া ‘রোকসানা’ নামে জাতীয় পরিচয়পত্রটি ভুয়া, যা সে একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়েছিল। এই পরিচয়পত্র ব্যবহার করে সে বিভিন্ন বাসায় কাজ নিতো। তদন্তে আরো জানা যায়, শেফালী টঙ্গীতে ‘স্বপ্নবিলাস’ নামে একটি সমবায় সমিতির মালিক, যেখানে সে বিলাসবহুল জীবন যাপন করতো।  শেফালীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App