সাবেক মন্ত্রী ফরহাদকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস।
৫ আগস্টের পর মেহেরপুরে ফরহাদ হোসেনের নামে একাধিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া ঢাকায় তার নামে একাধিক মামলা রয়েছে।
গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।
আরো পড়ুন : আবারো সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার