প্রশ্নফাঁস কাণ্ডের আবেদ আলী ও সাবেক সচিব মুহিবুলকে গ্রেপ্তারের আবেদন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক ও প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
মঙ্গলবার(২৮ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আদালত। মুহিবুল হককে তিন ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। মুহিবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আর আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।