ভোটার তালিকা: অনলাইন আবেদনের কপি নিয়ে যে অনুরোধ ইসির

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত
ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রমে অনলাইনে আবেদন করা ব্যক্তিদের তাদের আবেদনপত্রের ডাউনলোড করা কপি তথ্যসংগ্রহকারীদের হাতে তুলে দেয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হয়, সারাদেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এসময় তথ্যসংগ্রহকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি যোগ্য ভোটারদের অনলাইনে আবেদন করে ডাউনলোড করা কপি তথ্যসংগ্রহকারীকে দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট নাগরিকদের অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী কোনো নাগরিক কোনো কারণে বাদ পড়লে নির্ভুল তথ্য ও কাগজপত্র দিয়ে অনলাইনে ভোটার হওয়ার আবেদন জানাতে পারবেন।
ইসির নির্বাচন সহায়তা শাখা জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন সম্পন্নের কাজ শুরু হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এরই মধ্যে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ১৯ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারেন।
ইসি জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে এবার। এসময় আবেদনের ডাউনলোড করা কপি তথ্যসংগ্রহকারীদের দেয়া যাবে। নতুন ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন-
- ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
- জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
- নিকট আত্মীয়ের এনআইডি ফটোকপি (মা-বাবা, ভাই-বোন প্রভৃতি)
- এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)