প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা মোদির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
শফিকুল আলম বলেন, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি লিখেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা’।
কিন্তু বছর শুরুর ২৭ দিন পর নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ‘ডিপ্লোমেটিক চ্যানেলে’ অর্থাৎ কূটনীতিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে।
গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওই দিনই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি।