×

জাতীয়

ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ: মিশনের কাছে তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ: মিশনের কাছে তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

   

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের পূর্ব দিকে কালকেরে হ্রদের কাছ থেকে গত শুক্রবার বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভারতে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে বিস্তারিত তথ্য জানতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে তার বিষয়ে সংশ্লিষ্ট মিশনের কাছে জানতে চাইতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেলে আমরা এটা জানতে পারব। আমাদের মিশনকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের পূর্ব দিকে কালকেরে হ্রদের কাছ থেকে গত শুক্রবার বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সীমান্ত উত্তেজনা, অন্যদিকে সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারের গুরত্বপূর্ণ উপদেষ্টাদের উপস্থিতি। ভারতের সঙ্গে সম্পর্কে বরফ খানিকটা গলতে শুরু করেছে কিনা-এমন প্রশ্নে মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে মেকানিজম আছে এগুলোর মধ্য দিয়ে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব।

তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক আশা করে বা প্রত্যাশা করে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিতি এটাকে আলাদাভাবে দেখার কোনো কারণ আমি দেখছি না। এটা স্বাভাবিক একটা ঘটনা। আমরা সবসময় মনে করি, বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের কার্যক্রম সেভাবে পরিচালিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথের পর ওয়াশিংটনে ভারত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনায় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। সে বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য জানতে পেরেছে কিনা-প্রশ্ন রাখলে মুখপাত্র বলেন, এ বিষয়ে পাবলিক ডোমেনে যতটুকু দেখা গেছে এর বাইরে আমরা কেউ কিছু জানি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এতকুটু পর্যন্ত। ওনাদের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার অবস্থান করার কোনো সুযোগ ছিল না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App