এবারের নির্বাচনে চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি: ইসি সানাউল্লাহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ মন্তব্য করে বলেছেন, নির্বাচন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সময় এসেছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নীলফামারী সরকারি কলেজ হল রুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমি মনে করি, আমরা একটি খারাপ সময় পার করেছি। খারাপ নির্বাচনের জন্য আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে। আমাদের সামনে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুবর্ণ সুযোগ এসেছে। আমি নিশ্চিত, সবাই এই সুযোগ গ্রহণ করবেন।’
নির্বাচনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি বিষয় নিয়েই দাবি তুলেছেন। আমার মনে হয়, আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করা যে আপনারা এত দিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন; আমাদের ওই দাবি পূরণ করার সুযোগ করে দেন।’
তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে নীলফামারী সদর উপজেলা নির্বাচন কার্যালয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় আরো বক্তব্য দেন- জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।