×

জাতীয়

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে: জোনায়েদ সাকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে: জোনায়েদ সাকি

ছবি: সংগৃহীত

   

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়েছে, যা ঠিক নয়। সংস্কার ও নির্বাচন কোনো মুখোমুখি বিষয় নয়। নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন, আবার সংস্কার সম্পন্ন করতে নির্বাচনও জরুরি। কাজেই কেউ যদি সংস্কারের পক্ষ নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন, মানুষ তা মেনে নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কারের বিষয়টি আড়াল করার চেষ্টা করলে সেটাও মানুষ গ্রহণ করবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট, এবং নতুন ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বক্তব্য দেয়া হয়।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ন্যূনতম জাতীয় ঐকমত্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাতে সবাই ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে; কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি। যে ঐতিহাসিক মুহূর্তে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে।

গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ভুল হলে ভয়ংকর পরিণতি আসতে পারে। কাজেই জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ঐক্যই জুলাই–আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে। জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে।

ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে দুনিয়ার সামনে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আমরা যদি ঠিকঠাকমতো ব্যবস্থা নিতে পারি, ভারতের মিডিয়ার উল্লেখযোগ্য অংশ এবং তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করলেও সেটা টিকবে না। বাংলাদেশের মানুষ সত্যের ওপর দাঁড়িয়ে আছে। এই দেশ সম্প্রীতি আর ঐক্যের ওপর দাঁড়িয়ে আছে।

জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান রায় দিয়েছে, ভারত কেন দুনিয়ার কোনো দেশের সামনেই বাংলাদেশ আর মাথা নত করবে না। বাংলাদেশের জনগণ চায় মাথা উঁচু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। ভারতের কর্তাব্যক্তিদের এই বাস্তবতা মানতে হবে। তিনি বলেন, সীমান্তে এত দিন যেভাবে গুলি করে ফেলানীসহ দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, ওই অবস্থা আর মেনে নেয়া হবে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App