×

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে ৯৪ ভারতীয় সৈনিক আহত, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে ৯৪ ভারতীয় সৈনিক আহত, যা জানা গেলো

ছবি: সংগৃহীত

   

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

এরমধ্যে গত ১৮ জানুয়ারি চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় ভারতীয় নাগরিকরা গম কাটতে এসে বাংলাদেশের কয়েকটি আমগাছের ডাল কেটে দিলে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাংলাদেশি বাহিনীর হামলায় ৯৪ জন ভারতীয় সৈনিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যটি ভুয়া। রিউমর স্ক্যানার জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৯৪ জন ভারতীয় সৈনিক আহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং, এই ঘটনায় বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেলেও ভারতীয় কেউ আহত হননি বলে জানা যাচ্ছে। 

দাবিটির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশি এবং ভারতীয় মূল ধারার গণমাধ্যমগুলোর সূত্রে ৯৪ জন ভারতীয় সৈনিক আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এর ওয়েবসাইটে গত ১৯ জানুয়ারি Crop wars at border: Indian, Bangladeshi farmers clash over mango trees and more শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার ভারতের মালদার সুখদেবপুর সীমান্তে ফসল কেটে নেয়া এবং আম গাছ কাঁটা নিয়ে ভারত ও বাংলাদেশি কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় কোনো পক্ষেরই কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান বিএসএফ ডিপুটি কমিশনার রাকেশ সিং। তবে প্রতিবেদনটিতে বাংলাদেশি গণমাধ্যম প্রথমআলো’র বরাত দিয়ে উক্ত সংঘর্ষের ঘটনায় ৩ জন বাংলাদেশি নাগরিক আহতের কথা বলা হয়েছে। এছাড়াও উক্ত ঘটনা নিয়ে আরেক ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১৮ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে তিন বাংলাদেশি আহত হন। এদেরমধ্যে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার মেসবাহুল হক নামের একজন যুবক ভারতীয়দের হাঁসুয়ার আঘাতে আহত হন। অন্য দুই জনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মো. রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মো. ফারুক হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন।

অর্থাৎ, চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও কোনো ভারতীয় সৈনিক আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সুতরাং, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৯৪ জন ভারতীয় সৈনিক আহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

আরো পড়ুন: ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন শেখ হাসিনা, যা জানা যাচ্ছে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App