দুই সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার: আসিফ নজরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সাইবার সিকিউরিটি আইনে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া সব গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, আসছে দুই সপ্তাহের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে আইনটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। পাশাপাশি দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এগুলো ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে।
তিনি জানান, চারটি ক্রাইটেরিয়াতে গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো-পুলিশ দায়ের করেছিলো কিনা, বিস্ফোরক আইন, অস্ত্র, পুলিশের ওপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনে করা, যেসব মামলায় অনেক আসামি ও অজ্ঞাত আসামি থাকে এবং বিএনপিসহ বিরোধীদের আন্দোলনের আগে-পরে ও ভুয়া তিনটি নির্বাচনের আগে-পরে এসব মামলা হয়েছে।
আসিফ নজরুল বলেন, এসব ক্রাইটেরিয়ার ভিত্তিতে আড়াই হাজারের মতো মামলা চিহ্নিত করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের কাজ শেষ হবে বলে আশা করছি। বাকি জেলাগুলোতেও এসব মামলা চিহ্নিত করার কাজ চলছে। পাওয়া গেলে সেগুলোও প্রত্যাহার করা হবে।
তিনি আরো জানান, আড়াই হাজারের বেশি মামলায় লাখ লাখ আসামি আছে। আরো অনেক জেলায় বহু মামলা রয়েছে।