×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টায় জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টায় জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

   

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টার প্রতি জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত ক‌রে‌ছে। রবিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন।

বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বার্থ ভাগাভাগি ও অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন।

ট্র্যাসি দুদেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থনে জোর দেন।

আরো পড়ুন: সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার চিঠি ও হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা জানা যাচ্ছে

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, শ্রম সংস্কার এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে অবহিত করে পররাষ্ট্র উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার পদক্ষেপের প্রশংসা ও সমর্থন করার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। 

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে মার্কিন সরকারের অব্যাহত সমর্থনকে পুনর্ব্যক্ত করেন। তি‌নি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য-নির্মাণের অব্যাহত প্রচেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন। তিনি বর্তমান অর্থনৈতিক ও আর্থিক সংস্কারের জন্য বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত ক‌রেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App