×

জাতীয়

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ পিএম

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি

ছবি: সংগৃহীত

   

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেয়ে গেছে সামিয়ানায়। বিদেশি অতিথিদের জন্যও তৈরি করা হয়েছে টিনের চালা। এরই মধ্যে শুরু হয়ে গেছে পানি এবং বিদ্যুৎ সরবরাহের কাজ, পানির হাউস ও বাথরুম পরিষ্কারসহ অন্যান্য প্রস্তুতি। এসব কাজ মাদ্রাসা ছাত্রদের সহায়তায় আয়োজক কর্তৃপক্ষ গুছিয়ে নিচ্ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) তুরাগ তীরে এ ধরনের দৃশ্য চোখে পড়েছে। আগামী ৩১ জানুয়ারি সেখানে অনুষ্ঠিত হবে মুসলমানদের ঐতিহ্যবাহী ‘মহাসম্মিলন’।

বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করতে শুক্রবার (১৭ জানুয়ারি) ময়দানে যান ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ময়দানটি ঘুরে দেখে সাংবাদিকদের তিনি জানান, ইতোমধ্যে প্রস্তুতির কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বাকি কাজগুলো শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শরফ উদ্দিন বলেন, ইজতেমার সার্বিক প্রস্তুতি তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি যারা আছেন, তারাই করে থাকেন। তবে তাদের চাহিদা অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। একসময় তারা নিজেরাই সবকিছু করতেন। ইজতেমার পরিধি বাড়ার কারণে বর্তমানে অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রয়োজন হয়। এটা সাধারণত ইজতেমার মুরুব্বি যারা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করে আমরা তাদের চাহিদা অনুযায়ী সহযোগিতা করে থাকি।

তিনি বলেন, আয়োজকদের কিছু মৌলিক চাহিদা রয়েছে। টয়লেট, স্বাস্থ্য, খাবার ও ওযুর পানি- এই বিষয়গুলোতে আমরা তাদেরকে সাপোর্ট দেই। যেহেতু কমসময়ে জরুরিভাবে এটা করতে হয়। এই সাপোর্টটা উনাদের প্রয়োজন। সরকারের বিভিন্ন দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজীপুর সিটি করপোরেশনের একটা বড় দায়িত্ব রয়েছে। এছাড়া পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য যারা আছেন, তারা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সহযোগিতা করে।

সার্বিক প্রস্তুতি বিষয়ে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত ইজতেমার প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ঠিকভাবে এগোচ্ছে। আমাদের পর্যবেক্ষণ ও ইজতেমার মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে এ ধারণা পেয়েছি। আশা করছি ইজতেমা শুরুর আগেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারব। অপরদিকে ইজতেমা ময়দানের আশেপাশে দোকানপাটসহ অবৈধ স্থাপনাগুলো সরাতে রবিবার থেকে জেলা প্রশাসন অভিযান চালাবে বলে জানান এ কর্মকর্তা। সেজন্য উচ্ছেদ অভিযানের আগেই দোকানপাটগুলো সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। 

ইজতেমা আয়োজক কর্তৃপক্ষ চটের পরিবর্তে টিনের চেয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের চাহিদা অনুযায়ী সে বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ইজতেমায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসতে যেতে পারে সেজন্য সরকার সচেষ্ট রয়েছে। 

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, নামাজের কাতার, খুঁটি স্থাপন, সামিয়ানা টাঙানোসহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ সম্পন্ন হবে। 

ইজতেমার মাঠ পরিদর্শনকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগের দেয়া তারিখ অনুসারে দ্বিতীয় পর্ব ৭-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App