×

জাতীয়

সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন কিনা, জানতে চেয়েছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন কিনা, জানতে চেয়েছে বিএনপি

ছবি: সংগৃহীত

   

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির তরফ থেকে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান সেখানে কী কী আলাপ হয়েছে। উত্তরে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনার বিষয়ে তারা পরামর্শ-মতামত দিয়েছেন।

সেসবের মাঝে ঘোষণাপত্র বিষয়ক কোনো পরামর্শ ছিল কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। আমরা প্রশ্ন করেছি, সাড়ে পাঁচ মাস পরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলেই কোনো প্রয়োজন ছিল কি না। যদি থেকে থাকে, সেটার রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব কী?

তিনি বলেন, সেগুলো নির্ধারণ করতে হবে, যাতে এই ঘোষণাপত্র কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে কোনো ফাটল না ধরে। এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হলে সেই দলিলকে অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু সেটি প্রণয়ন করতে গিয়ে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেয়া হয়। আলোচনা করা হয়, সেই দিকটায় আমি পরামর্শ দিয়েছি। সব উপদেষ্টাকে এ দিকটায় নজর রাখার অনুরোধ করেছি, যাতে আমাদের মধ্যে কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি না হয়।

বিএনপির এই নেতা বলেন, সবচেয়ে জরুরি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, সেটিকে গণঐক্যে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কারের মধ্যে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। কোনো ফ্যাসিবাদী শক্তি কোনোরকম অনৈক্যের বীজ যেন আমাদের মাঝে বপন না করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App