×

জাতীয়

ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া জুলাই ঘোষণাপত্র প্রকাশ নয়: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া জুলাই ঘোষণাপত্র প্রকাশ নয়: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একতাই অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতাতেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে না। সবার মতামতের ভিত্তিতেই তা করতে চাই। যাতে কেউ বলতে না পারে তুমি অমুক, তুমি তমুক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ৫ আগস্ট ছিল ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওই দিন পুরো অনুভূতিটাই ছিল একতার। তাই এখন কিছু সবার মতামতের ভিত্তিতে করতে চাই। যাতে কেউ বলতে না পারে-তুমি অমুক, তুমি তমুক। সুতরাং, ঐক্যবদ্ধ সিদ্ধান্তে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে। মনে সাহস পাই। অন্তর্বর্তী সরকারের জন্মই হয়েছে ঐক্যে। নিজে নিজে কাজ করলে একা লাগে। তখন দুর্বল মনে হয়। আর যখন সবাই একসঙ্গে করি, সেসময় মনের মধ্যে সাহস সঞ্চার হয়। বুঝতে পারি আমিরা একতাবদ্ধভাবে আছি।

প্রধান উপদেষ্টা বলেন, একদিন ছাত্ররা এসে বললো একটা ঘোষণাপত্র দেবে। জানতে চাইলাম কি ঘোষণাপত্র দিচ্ছো, তারা বললো। পরে বুঝেশুনে আমি বললাম, এটা হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার। কেউ বলে নাই তুমি অমুক, তুমি তমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়েই করতে হবে।

অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সেজন্য এ আলাপ শুরু। এখন আলোচনা একে কেন্দ্র করেই হবে। আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। দরকারও নেই। ঐক্যের মাধ্যমে করলে সবাই ভাববে আমরা জেগে আছি। ভোঁতা হয়ে যাইনি। এখনো চাঙা আছি। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App