×

জাতীয়

বিএমডিসির স্বীকৃতি চায় ডেন্টাল টেকনোলজিস্টরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

বিএমডিসির স্বীকৃতি চায় ডেন্টাল টেকনোলজিস্টরা

ছবি: সংগৃহীত

   

অবহেলা ও শ্রেণি বৈষম্যের শিকার হয়ে প্রায় ১৫ হাজার ডিপ্লোমা সনদধারী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের (বিডিপি) মহাসচিব লায়ন মুহাম্মাদ কামাল হোসেন। তিনি বলেন, প্রাইভেট প্র্যাকটিসের জন্য হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও ওই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএমডিসি ডিপ্লোমা ডেন্টিস্টদের রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত রেখেছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করে দ্রুত রেজিস্ট্রেশন দেয়ার জোর দাবি জানান।

বিডিপির মহাসচিব বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ অধিভূক্ত চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি কোর্স। বর্তমানে সরকারি ১৮টি ও বেসরকারি ১০৩টি প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ডিপ্লোমাধারীদের সংখ্যা প্রায় ১৫ হাজার। প্রতি বছর প্রায় ২ হাজার ৫০০ জন ছাত্র-ছাত্রী পাস করে বের হচ্ছে। 

যাদের পাঠদান করে থাকেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এর বিডিএস পাসকৃত ডেন্টাল সার্জন এবং অধ্যাপকগণ। কিন্তু সরকারি চাকরিতে ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্টদের পদসংখ্যা মাত্র ৫১৫টি। এরমধ্যে খালি আছে মাত্র ১৪টি পদ। দীর্ঘদিন যাবৎ এ পদে সরকারি নিয়োগ না থাকায় প্রায় ৪ হাজার ডিপ্লোমাধারীর সরকারি চাকরির বয়সসীমা শেষ গেছে, যা নিয়ে দুশ্চিন্তায় হাজারও ডিপ্লোমাধারী।

তিনি বলেন, বেসরকারিভাবে ডেন্টিস্ট্রিতে ডিপ্লোমাধারীদের প্রাইভেট ডেন্টাল চেম্বারে কোনো চাকরি নেই। কারণ দি মেডিকেল প্র্যাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিস অর্ডিন্যান্স-১৯৮২ এর ধারা ৫ অনুযায়ী ডেন্টাল চেম্বারে জনবল নিয়োগের কোনো বিধান নেই। সরকারি চাকরির পদও খালি নেই। বেসরকারি চাকরির কোনো সুযোগ নেই, প্রাইভেট প্র্যাক্টিস করার কোনো অনুমতি নেই, তা সত্ত্বেও সরকার প্রতি বছর নতুন নতুন ইনস্টিটিউট এর অনুমোদন দিয়েই যাচ্ছে। 

কামাল হোসেন বলেন, আমরা ডিপ্লোমা করেছিলাম। আজ সরকারি ও বেসরকারি চাকরি না থাকার দরুণ প্রাইভেট চেম্বার খোলে প্র্যাক্টিস করছি, তখন প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। ডিপ্লোমাধারীরা এই ঘটনায় পুরো স্তম্ভিত ও শঙ্কিত। কারণ ডেন্টিস্ট্রিতে ডিপ্লোমাধারীরা দেশের প্রচলিত আইনে রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য বলেও মনে করেন তিনি। 

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির মহাসচিব মুহাম্মদ খালেদ মোছান্নাহ বলেন, ১৬ কোটি মানুষের দন্ত চিকিৎসায় মাত্র ১২ হাজার বিডিএস দন্ত চিকিৎসক প্র্যাক্টিস করেন, যাদের অধিকাংশই বিভাগীয় ও জেলা শহরে প্র্যাক্টিস করেন। ফলে গ্রামাঞ্চলের একটি বৃহৎ জনগোষ্ঠী বিডিএসদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

আবার এসব দন্ত চিকিৎসকের চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় হতদরিদ্র মানুষের পক্ষে চিকিৎসা নেয়া অসম্ভব হয়ে পড়ে। এদিকে দক্ষ ও প্রশিক্ষিত বেকার ডিপ্লোমাধারীদের বেশীরভাগই বয়সে যুবক। একদিকে সরকারি চাকরির সুযোগ না থাকা, অন্যদিকে আত্মকর্মসংস্থানের কোনো ব্যবস্থা না থাকায় পরিবার পরিজন নিয়ে এদের জীবনে নেমে এসেছে অন্ধকার। যাদের অনেকেই এখন মানবেতর জীবন যাপন করছেন। তাই তাদের কথা ভেবে দ্রুত বিএমডিসির রেজিস্ট্রেশন দেয়ার জোর দাবি জানান তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App