জমি নিয়ে দ্বন্দ্বে স্বদেশ-আশিয়ান গ্রুপের সংঘর্ষে নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত থানাধীন বরুয়ার দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। বর্তমানে নিহতের মৃতদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বরুয়ার এলাকায় জমি-জমা দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, জমির সীমানা নির্ধারণ নিয়ে স্বদেশ প্রপার্টি ও আশিয়ান সিটির সিকিউরিটি গার্ডদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের আঘাতে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রয়েছে।
ওসি আরো বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরা গিয়েছেন। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন: পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল