×

জাতীয়

২১৮৪ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২১৮৪ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

ছবি : সংগৃহীত

   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৪ সালে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশি নাগরিক, ১৫৫ জন ভারতীয় নাগরিক এবং ১৪ হাজার ৩৩৬ জন মিায়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১৩১ কেজি ৪২৪ গ্রাম স্বর্ণ, ১৩৭ কেজি ২৮৯ গ্রাম রৌপ্য, ২ লাখ ১৪ হাজার ৮০৫টি শাড়ি, ২ লাখ ১০ হাজার ৬৩টি থ্রিপিস/ লেহেঙ্গা/তৈরী পোশাক, ৩৩ লাখ ২২ হাজার ৩৬১টি কসমেটিক্স সামগ্রী, ৭০ লাখ ১৫ হাজার ৮২৪ কেজি চিনি, ৫৮ হাজার ২৭৪ কেজি চা পাতা, ২ লাখ ৩৫ হাজার ৪৪৬ কেজি পিঁয়াজসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৮৮ জনকে আটক করা হয়। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশি নাগরিক, ১৫৫ জন ভারতীয় নাগরিক এবং ১৪ হাজার ৩৩৬ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এছাড়া, একই সময় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি বিভিন্ন ধরনের গান, ৮ হাজার ৮৫৯টি গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ দশমিক ৪৪ কেজি গান পাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯২ লাখ ১৬ হাজার ৮৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৪ কেজি ৭৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩১ কেজি আফিম, ২ লাখ ১৪ হাজার ২৮ বোতল ফেনসিডিল, ২ লাখ ৩৯ হাজার ৩৭২ বোতল বিদেশি মদ, ৭ হাজার ৭৭৯ লিটার বাংলা মদ, ১ লাখ ৮৪ হাজার ২৮০টি মদ তৈরির ট্যাবলেট, ১৩ হাজার ২৬৬ ক্যান বিয়ার, ১৫

হাজার ৭৮২ কেজি গাঁজা, ২৬৪ কেজি ৮৪ গ্রাম হেরোইন, ৬ হাজার ২৪ কেজি ৩৫৩ গ্রাম কোকেন, ১৪৭ বোতল এলএসডি, ৮৯ লাখ ৭ হাজার ৩৪৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৩৬ হাজার ১৭৩টি ইস্কাফ সিরাপ, ১১১ লাখ ১০ হাজার ৫৪৮টি বিভিন্ন প্রকার ওষুধ, ১২ হাজার ৫১০ বোতল এমকেডিল/কফিডিল, ১২ লাখ ৭৩ হাজার ৪১২টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন এবং ৫৭ লাখ ৭০ হাজার ৭৫৭টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া, ১২০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়।

-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App