পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করা হবে: উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (১২ জানুয়ারি) বিকালে সচিবালয়ে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়।
শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ জনসংখ্যার তুলনায় খুবই কম। উভয় দেশেরই বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। এই সম্পর্ক টেকসই করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের সংলাপ বাড়ানো প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
বৈঠকে এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, “বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে পাকিস্তানি উদ্যোক্তারা আগ্রহী। তবে ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইটের অভাবে এই লক্ষ্য পূরণে সমস্যা হচ্ছে।” তিনি এই জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পাকিস্তানি প্রতিনিধি দল বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন, বিপণন, শিক্ষা, পর্যটন এবং সিরামিক শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। তারা জানান, পাকিস্তান সরকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম চালু করেছে, যার আওতায় বাংলাদেশি উদ্যোক্তারা পাকিস্তানে বিনিয়োগ করতে পারবেন।
বৈঠকে পাকিস্তানি প্রতিনিধিরা বাংলাদেশে একটি ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফও বৈঠকে উপস্থিত ছিলেন।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফরে রয়েছে।