×

জাতীয়

মৌলভীবাজারে জাতীয় নাগরিক কমিটির নেতারা

আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন

Icon

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার থেকে

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন

ছবি: ভোরের কাগজ

   

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার চা শ্রমিক বোনদের এই চেহারা ছিলনা। রোদে পুঁড়ে ও বৃষ্টিতে ভিজে তাদের এই অবস্থা হয়েছে। তাদের উন্নয়ন নিয়ে কেউ ভাবেন না। তাদের নিয়ে শুধু রাজনীতি করতেই ব্যস্ত ছিল সবাই। 

রবিবার (১২ জানুয়ারি) বিকেলে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি নিশ্চিতসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগান মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন এই লক্ষে নতুন গণতান্ত্রিক সংবিধান আমরা তৈরী করবো। এই পরিষদে চা শ্রমিকদের প্রতিনিধি থাকবে। আর শ্রীমঙ্গলে যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য করছেন তুষার তাদেরকেও সতর্ক করেন।

এ সময় সারজিস আলম আরো বলেন, বাংলাদেশের মানুষকে দেশ থেকে ও দেশের বাহিরে থেকে রক্ত চুষে শেষ করে দেয়া হয়েছে এরা এই রক্ত থেকে ভালো রক্তে সহজে যেতে চাইবে না। তাই আমাদের সবার একসঙ্গে এই রক্তগুলোর সঙ্গে ফাইট করতে হবে।

আরো পড়ুন: অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেয়া হবে না

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ী টুঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি। চা শিল্পেও শেখ পরিবারে ভাগ বসিয়ে ছিল। শেখ মুজিবুর রহমানও এনটিসির চেয়ারম্যান ছিলেন। 

আর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেন, ন্যাশনাল টি কোম্পানিকে পুনর্গঠন করে সরকারের এই বাগানগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। চা শ্রমিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরীর নিশ্চিয়তাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন করতে হবে। 

কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা ছাত্র যুব সংঘের আয়োজনে এ চা শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। চা শ্রমিক আপন বোনার্জী রুদ্র ও ভিম্পল সিংহ ভোলার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জ্যানি, আসাদুল্লাহ গালিব ও কুরমা চা বাগানের সহকারি ব্যবস্থাপক ইউসুফ খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চা শ্রমিক কন্যা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমিন সুলতানা প্রমুখ।

পরে জাতীয় নাগরিক কমিটির নেতারা কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে তাদের প্রচার পত্র বিতরণ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App