×

জাতীয়

১১ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ পিএম

১১ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। তিনি বলেন, বিদায়ী বাইডেন এবং আগত ট্রাম্প প্রশাসন উভয়ই বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার গুরুত্ব ব্যক্ত করেছে।  শুক্রবার (১০ জানুয়ারি) ভারতের কলকাতায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন এরিক। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন চিকিৎসক

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান। 

ভারতে পালিয়েও সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় আলাউদ্দিন নাসিম

চোরাইপথে পালিয়ে ভারতের কলকাতায় গিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর কলকাতার নিউ টাউন এলাকার 'কলকাতা নিউ টাউন অ্যাক্সিস মহল'-এ একটি সভা করেন তিনি। ওই সভায় আলাউদ্দিন নাসিম অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সবাইকে বর্তমান সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে পলাতক আওয়ামী লীগ নেতা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত শুক্রবার দ্য ফিন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করলো বাংলাদেশ

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনে বাংলাদেশের ভিসা আবেদন করতে পারবেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো সহজ ও দ্রুততর হবে, এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভ্রমণ আরো সুবিধাজনক হবে। লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল খান এ তথ্য জানিয়েছেন। 

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্র সরকারের অনুষ্ঠান নয় : দূতাবাস

মার্কিন সরকার ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।  শনিবার রাতে দূতাবাসের মুখপাত্র আশা বেহ সাংবাদিকদের এই তথ্য  জানিয়েছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এক বছরের জন্য বল করতে পারবেন না তিনি। তবে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বিসিবি। 

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

 যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির প্রেস উইং জানিয়েছে।

৪৩ লাখ টিসিবি কার্ড বাতিল নিয়ে যা বললেন বাহাউদ্দিন নাছিম

৪৩ লাখ পরিবারের টিসিবি কার্ড বাতিল, টিসিবিতে চাল বিক্রি বন্ধ, সব সেক্টরে কর বৃদ্ধি এবং শিল্পখাত ধ্বংসের পাঁয়তারার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। শনিবার (১১ জানুয়ারি) দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেয়া রায়ে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান শনিবার (১১ জানুয়ারি) আদালতের আদেশের বিষয়টি জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App