‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্র সরকারের অনুষ্ঠান নয় : দূতাবাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত
মার্কিন সরকার ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার রাতে দূতাবাসের মুখপাত্র আশা বেহ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সংম্পৃক্ত নয়।
এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া বিএনপির মিডিয়া সেলের ভ্যারিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ এটি অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ