ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত
ইন্টারনেট প্যাকেজের ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপের ফলে মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট খরচ বেড়ে গেছে। একইসঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুনভাবে ১০ শতাংশ ভ্যাট আরোপ করায় ব্যবহারকারীদের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে ব্রডব্যান্ড গ্রাহকদের আগের তুলনায় দ্বিগুণ ভ্যাট দিতে হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি করা দুই অধ্যাদেশে শুল্ক ও কর বাড়ানোর নির্দেশনা রয়েছে। এটি জারির পরেই কার্যকর হয়েছে।
অধ্যাদেশ থেকে জানা গেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ে ভ্যাটের হার ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এতে সবমিলিয়ে সেবাদানকারী সংস্থাগুলোর ১০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে। গ্রাহককেই শুল্ক ও করের এ ভার বহন করতে হবে।
এদিকে ‘এক দেশ এক রেট’ প্যাকেজে ৫০০ টাকার প্যাকেজে লোকসান হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, তৃণমূলে ইন্টারনেট পৌঁছাতে ও প্রতিটি নতুন গ্রাহক সংগ্রহে প্রায় ৪ হাজার টাকা খরচ হয় তাদের। এবার নতুন করে শুল্ক ও করারোপ এবং পরিচালন ব্যয় বাড়ানোয় সেবার মান ধরে রাখাও অসম্ভব হয়ে পড়তে পারে বলে শঙ্কা করেছেন তারা।
উল্লেখ্য, সাধারণত নতুন অর্থবছরে বাজেটের মাধ্যমে বিভিন্ন পণ্যে শুল্ক ও কর কমানো-বাড়ানো হয়। তবে, জাতীয় সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার তার ব্যয় মেটাতে এসব অধ্যাদেশ জারি করেছে।
আরো পড়ুন: মোবাইলে ১০০ টাকা রিচার্জে ভ্যাট কাটবে যত