আলিয়া মাদ্রাসা মাঠে হচ্ছে না বিচারকাজ, সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার ‘বিচারকাজ হচ্ছে না’ বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। এমন আশ্বাস পেয়ে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় আলিয়া মাদ্রাসা মাঠে বিচারকাজ চালানো সম্ভব নয়।
এদিকে আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে ১০টায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন।
তারা জানান, পরিদর্শন শেষে বিচারক বৃহস্পতিবারের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। পরবর্তী তারিখ দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে। এদিকে বিচারক ফিরে যাওয়ার পর সড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে তাদের সড়ক থেকে সরে যেতে দেখা যায়। এতে যান চলাচল আবারো শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে সকাল থেকে বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের সব রাস্তা বন্ধ করে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।
সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসার মাঠটি তিন মাসের জন্য নেয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও মাঠটি ফিরিয়ে না দেয়া এবং বুধবার রাতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাদ্রাসার মাঠের গেটের তালা ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা ধাওয়া দেয়। এরপর থেকে প্রতিষ্ঠানের সামনে এবং সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।