ভারতের কব্জা থেকে ৫ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার বিজিবির, ভিন্ন দাবি বিএসএফের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ভারতের দখলে থাকা সীমান্ত এলাকায় ৫ কিলোমিটার জমি পুনরুদ্ধার করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দাবি প্রত্যাখ্যান করে খবরটিকে “ভিত্তিহীন” এবং “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেছে।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, বিজিবি ১৯ ডিসেম্বর থেকে কোদালিয়া নদী বরাবর ভারতের সীমান্তের দক্ষিণে অবস্থিত ৫ কিলোমিটার জমি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ভারতের বিএসএফ অবশ্য এই দাবি অস্বীকার করে জানায়, ওই এলাকার আন্তর্জাতিক সীমানা এবং বিএসএফের ডিউটি প্যাটার্ন বহু দশক ধরে অপরিবর্তিত রয়েছে।
বিএসএফ তাদের এক বিবৃতিতে দাবি করে, কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক সীমান্ত চিহ্নিত করা হয়েছে এবং সেখানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। বিএসএফ বলেছে, বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সত্য ও যোগ্যতার অভাব রয়েছে, এটি একটি মনগড়া গল্প ছাড়া কিছুই নয়।
তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কোদালিয়া নদীটি স্বাধীনতার পর থেকে ভারতীয় বিএসএফের দখলে ছিল। গত জানুয়ারির ৬ তারিখে ৫৮ বিজিবি কোদালিয়া নদী পুনরুদ্ধার করতে সক্ষম হয় এবং এর পরবর্তী সময়ে তারা স্থানীয় প্রশাসন ও মানচিত্রের সাহায্যে এই নদীর প্রকৃত মালিকানা নির্ধারণে কাজ করে। ৫৮ বিজিবি এই এলাকায় অতিরিক্ত জনবল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নদীটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, কোদালিয়া নদীর এই ৫ কিলোমিটার এলাকার শূন্যরেখার মধ্যে অবস্থিত এবং ১৯৬১ সালের বাংলাদেশ-ভারত (স্টিপ ম্যাপ সিট নম্বর-৫১) মানচিত্র অনুসারে এটি সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের অন্তর্ভুক্ত।
এদিকে, বিএসএফের দাবি, ওই এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে, যার কারণে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তারা বলেন, ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চি জায়গাও অন্য কারো দ্বারা অধিগ্রহণ করা হয়নি এবং হবেও না।