শেখ হাসিনাকে ফেরানোর চিঠির জবাব দেয়নি ভারত: প্রেস সচিব

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। রবিবার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতকে পাঠানো চিঠির কোনো উত্তর এখনো আমরা পাইনি।
এর আগে, গত শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রায় এক সপ্তাহ আগে আমরা বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত একটি বার্তা পেয়েছি। তবে প্রাপ্তিস্বীকারের বাইরে এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই।
গত ২৩ ডিসেম্বর দিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল আরো বলেন, আমি নিশ্চিত করছি, বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এ বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে তাকে দেশে ফিরিয়ে আনতে নানা আইনি পদক্ষেপ নেয়া হয়।
গত ১৩ নভেম্বর প্রসিকিউশন শেখ হাসিনাকে গ্রেপ্তার ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করে। এরপর আইজিপির দপ্তর ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
অন্যদিকে, ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য বিকল্প পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
তিনি বলেন, বুলগেরিয়া, রোমানিয়া এবং কাজাখস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশের মাধ্যমে সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে।
এই প্রসঙ্গে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি আরো উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।