৪ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম

ছবি: সংগৃহীত
নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুটি সম্ভাব্য সময়সূচি বিবেচনায় রয়েছে- ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা জনগণ কতটা সংস্কার চায় তার ওপর নির্ভর করবে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রুপা হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সন্ধান মিললো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মেজর জিয়ার
টানা ১৪ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর এড়িয়ে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনাবাহিনী থেকে বহিষ্কৃত জিয়া ওরফে মেজর জিয়ার অবশেষে হদিস মিলেছে। সাতটি মামলা এবং জঙ্গির খাতা থেকে নাম কাটাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি।
আজহারীর মাহফিলে স্বর্ণালংকার-মোবাইল হারিয়ে থানায় জিডির হিড়িক
যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ফোন, স্বর্ণলংকার ও বিভিন্ন মূল্যবান জিনিস হারিয়েছেন অসংখ্য মানুষ। এই ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) ভুক্তভোগীদের অনেকেই কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাংলাদেশ-ভারত বন্দি বিনিময়: রবিবার ফিরছেন ৯০ জন, যাচ্ছেন ৯৫
বাংলাদেশ ও ভারত বিভিন্ন সময়ে বন্দি হওয়া জেলেদের বিনিময় করছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় রবিবার (৫ জানুয়ারি) ভারত থেকে ৯০ জন বাংলাদেশি জেলে দেশে ফিরবেন। একই দিন বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় জেলে ভারতে ফিরে যাবেন। এই তথ্য ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।
নাগরিক কমিটির প্রস্তাব: দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সরকারের মেয়াদ ৪ বছর
জাতীয় নাগরিক কমিটি সরকারের কাঠামো সংক্রান্ত কিছু প্রস্তাবনায় উল্লেখ করেছে যে, দেশে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সরকারের মেয়াদ হবে চার বছর। সরকারের নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হলেও সাংবিধানিক পদে নিয়োগ ও অপসারণের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না।
টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের লন্ডনের একটি ফ্ল্যাট নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। এই ফ্ল্যাটটি তাকে এমনি এমনি ব্যবহার করতে দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ব্যবসায়ী। বলা হচ্ছে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে এই ব্যবসায়ীর সম্বন্ধ রয়েছে। কে এই মোতালিফ এবং তিনি কীভাবে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট তা নিয়ে প্রশ্ন উঠছে।
হঠাৎ ভারত সফরে আসছেন বিদায়ী মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
হঠাৎ করেই ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। রবিবার ওয়াশিংটনে পালাবদলের তোড়জোড়ের মধ্যেই মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৬ দিন আগে দিল্লি সফর করবেন সালিভান।
ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়।
ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে জানিয়েছেন, এ ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। সবখানে বৈষম্য ও দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি জানান।