×

জাতীয়

বরখাস্ত হওয়া সিনিয়র সহকারী সচিবের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

বরখাস্ত হওয়া সিনিয়র সহকারী সচিবের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল!

ছবি: সংগৃহীত

   

বরখাস্ত হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। হ্যাক হওয়া ওই আইডি থেকে গত ২৬ ডিসেম্বর প্রথম প্রহরে একটি আপত্তিকর পোস্ট দেয় দুষ্কৃতকারীরা।

এ ঘটনায় ২৭ ডিসেম্বর কাশিমপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন ভুক্তভোগী এই কর্মকর্তা। হ্যাক হওয়া সেই পোস্টকে কেন্দ্র করে গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাদিকুর রহমানকে বরখাস্ত করা হয়।

হ্যাক করার পর সাদিকুর রহমান সবুজের আইডিতে দেয়া পোস্টে লেখা ছিল, ‘শুয়োরের বাচ্চার যখন নতুন দাঁত উঠে তখন সে তার বাবার পাছায় কামড় দিয়ে তার দাঁত যাচাই করে ঠিক আছে কিনা....সম্প্রতি এমন কিছু শুয়োরের বাচ্চাদের পয়দা হইচে যারা তাদের বাপের পাছায় কামড় দিতে চায়....তোদের সে স্বপ্ন স্বপ্নই থাকবে। কামড় তো দূরে থাক লোমও ছিড়তে পারবি না। ’ 

এর আগে ২৯ ডিসেম্বর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এই আদেশের আগ পর্যন্ত সাদিকুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  

আরো পড়ুন: প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন হচ্ছে

এ বিষয়ে ভুক্তভোগী সাদিকুর রহমান সবুজ বলেন, আমার ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্টটি দেখে ২৬ ডিসেম্বর বিকেলে বিষয়টি আমাকে এক সহকর্মী জানান। পরে ফেসবুকে প্রবেশ করতে গেলে আর লগ ইন করতে পারছিলাম না।  তখনই ধারণা হয়, আইডি হ্যাক হয়েছে। পরদিন ঘটনার বর্ণনা দিয়ে আমি থানায় জিডি করি। পরে প্রবেশ করতে চাইলে ফেসবুক কর্তৃপক্ষ কিছু শর্ত দিলে সেগুলো সম্পন্ন করে আইডি ফেরত পাই। পরে সতর্কতামূলক একটি পোস্ট করে লিখি, আমার আইডি হ্যাক হয়েছিল। অনাকাঙিক্ষত বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ করছি। এই স্ট্যাটাস দেয়ার পরদিন আবার আইডিটি হ্যাক হয়ে যায়।    

তিনি আরো বলেন, ঘটে যাওয়া বিষয়গুলো আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। পাশাপাশি আইডি হ্যাক হওয়ার সব ডকুমেন্ট পাঠিয়েছি। আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টি বিবেচনায় নেবে কর্তৃপক্ষ।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই মো. আবু সাইদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুক আইডি হ্যাক বিষয়ে একটি জিডি পেয়েছি। সেটি উদ্ধারের জন্য সাইবার সেল কাজ করছে।  আশাকরি দ্রুত সময়ের মধ্যে সেটি উদ্ধারে সক্ষম হব।    

বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, সাদিকুর রহমান সবুজের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App