বাতেন সভাপতি, সাইফুল সম্পাদক
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

আখতারুজ্জামান বাবুল ও সাইফুল আলম
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক (২০২৪-২০২৭) নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। রাজধানীর শাজাহানপুরে রেলওয়ে কলোনীর মাহাবুব আলী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিভাগের ৫৮৬ জন ভোটারের মধ্যে ৪৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে এম এ বাতেন, কার্যকরী সভাপতি পদে আখতারুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক পদে সাইফুল আলম, দপ্তর সম্পাদক পদে কাজী জোবায়ের মাসুদ ও কোষাধ্যক্ষ পদে এ এস এম আহমেদ খোকন নির্বাচিত হয়েছেন।
সকাল নয়টা থেকে বিকেলে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরিবহন ব্যবসায়ী ফায়জুল ইউসুফ চৌধুরী। তার সঙ্গে কমিশনে দায়িত্ব পালন করেন হাজী জয়নাল অবেদীন ও এসএম শফিকুল ইসলাম। এসময় শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আদিবা আক্তার, উপপরিচালক হাফেজ মজুমদার, তিনজন সহকারী পরিচালকসহ সরকারের সাতজন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন ফয়জুল ইউসুফ চৌধুরী। আনন্দ-উল্লাস করে মিষ্টি বিতরণ করেন বিজয়ীরা।
এসময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পেরেছেন। আশাকরি সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব। এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পেলো মালিক সমিতি।
উল্লেখ্য, ৩৫ সদস্যের কার্যকরী পরিষদে সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ প্রচার সম্পাদক ও কার্যকরী সদস্যসহ ৩০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।