বিপিএল
মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙচুর দর্শকদের, পুলিশের লাঠিচার্জ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

ছবি: সংগৃহীত
ক্রিকেট উদ্দীপনা-উন্মাদনার মধ্য দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর।
উদ্বোধনী ম্যাচের টিকেট সংগ্রহের জন্য সমর্থকদের আগ্রহের মাত্রাই বলে দিচ্ছে, বিপিএলের ১১তম আসর নিয়ে কতটা উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।
টিকেটের জন্য রবিবার সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন সমর্থকরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টিকেট সংগ্রহের কোনো তথ্য পাননি তারা।
তাই সোমবার সকাল থেকে টিকেটের জন্য মিরপুর এলাকায় ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। একসময় দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের নিবৃত্ত করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় ক্রিকেটপ্রেমীদের। দর্শকরা ভাঙচুর করেন মিরপুর স্টেডিয়ামে।
বিসিবি অবশ্য জানিয়েছে, মধুমতি ব্যাংক পিএলসির ৭ মনোনীত শাখা থেকে এবং অনলাইন বুথ থেকে টিকেট কেনা যাবে।
৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।