×

জাতীয়

৩১ ডিসেম্বর আ. লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে: হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

৩১ ডিসেম্বর আ. লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে: হাসনাত

ছবি : সংগৃহীত

   

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক জরুরি সংবাদ সম্মেলনে মুজিববাদী সংবিধান কবরস্থ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হবে।  

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধান এবং চেতনার বিরুদ্ধে জনগণ ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে। আমরা চাই, এই সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হোক। এক দফার ঘোষণা দেওয়া স্থান থেকেই মুজিববাদী সংবিধানের চূড়ান্ত বিদায়ঘণ্টা বাজানো হবে। আওয়ামী লীগ, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন এবং হত্যার রাজনীতি করেছে, তারা আজ গণমানুষের স্বপ্নের পরিপন্থী। তাই তাদের অপ্রাসঙ্গিক ঘোষণা করার সময় এসেছে।  

তিনি আরো বলেন, বাংলাদেশ বহু বছর ধরে বিচারহীনতার সংস্কৃতিতে বন্দি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শহরের প্রতিটি সচেতন নাগরিক যাঁরা ৫ আগস্টের আগে ও পরে দেশের পুনর্গঠনের আকাঙ্ক্ষায় আন্দোলনে নেমেছিলেন, তাদের সঙ্গে নিয়েই আমরা ৩১ ডিসেম্বর শহিদ মিনারে মিলিত হব। সেদিন প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্নের ইশতেহার ঘোষণা করব।  

আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, এই দলটি গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। মুজিববাদী সংবিধান এবং তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যহীন। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই দলটি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, শহিদ মিনার প্রাঙ্গণে আমরা একত্রিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একসঙ্গে শপথ গ্রহণ করব এবং আমাদের ভবিষ্যৎ পথরেখা ঘোষণা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App