সচিবালয়ে অগ্নিকাণ্ড
তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন নিয়ে যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

ছবি: সংগৃহীত
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আরো বলেন, তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের কিছু কিছু আলামত বিদেশে পাঠানো হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পাইভেট ইনিশিয়েটিভ, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই।