জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রাইভেট ইনিশিয়েটিভ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রাইভেট ইনিশিয়েটিভ, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘এখন অথবা কখনো নয়’সহ নানা স্লোগান শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট হতে থাকে। সাধারণ মানুষ, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা মহলে কৌতূহল তৈরি হয়। অনেকের অনেক মন্তব্য আসতে থাকে। অনেক জিজ্ঞাসা চলতে থাকে। রাত যত গভীর হয় তত আলোচনা ছড়িয়ে পড়ে পুরো দেশে- কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। রাতেই পরিষ্কার হয়ে যায় কিছু একটা হচ্ছে ৩১ ডিসেম্বর।
আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
ঘোষণাপত্রে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রবিবার (২৯ ডিসেম্বর) বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। ‘মুজিববাদকে কবর’ দেয়া হবে বলেও জানান ছাত্রনেতৃত্ব। সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবেন তারা।