মেঘনায় জাহাজে ৭ খুন: নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনার বিচারসহ বিভিন্ন দাবিতে চলমান পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি শনিবার (২৮ ডিসেম্বর) রাতে স্থগিত করার ঘোষণা দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া।
শাহ আলম ভূঁইয়া জানান, সাত খুনের ঘটনায় গৃহীত কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক থাকবে। তবে এ সিদ্ধান্তের কারণ এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
গত ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরে হাইমচরের মেঘনা নদী থেকে কার্গো জাহাজ এমভি আল-বাখেরার মোট ৮ কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে সাতজনকে মৃত এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ।
ঘটনার একদিন পর চাঁদপুরে নৌপুলিশের হরিণা ফেরিঘাট ফাঁড়ির ইনচার্জ মো. কালাম বাদী হয়ে হাইমচর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরইমধ্যে তথ্যউপাত্ত সংগ্রহ করে র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাকিব হোসেনের নেতৃত্বে বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে (৩০) গ্রেপ্তার করে।
তিনি একই জেলার ফকিরহাটের জগদীশ মণ্ডলের ছেলে। ইরফান ওই জাহাজের খালাসি ছিলেন। এ ঘটনায় ২৫ ডিসেম্বর ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।