×

জাতীয়

মাসুদ সাঈদী ও হাসনাত সম্পর্কে বাবা-ছেলে, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

মাসুদ সাঈদী ও হাসনাত সম্পর্কে বাবা-ছেলে, যা জানা গেলো

মাসুদ সাঈদী ও হাসনাত আবদুল্লাহ

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী সম্পর্কে বাবা ও ছেলে বলে দাবি জানিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এই নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাসনাত আবদুল্লাহ তার বাবাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দাবিতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটির মন্তব্যের ঘরে পর্যালোচনা করে দেখা যায়, বেশ কয়েকজনকে উক্ত ব্যক্তিকে হাসনাত আবদুল্লাহর বাবা হিসেবে ধরে নিয়ে মন্তব্য করেছেন। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ১০ লাখ ৫০ হাজার বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৭৪৯ বার শেয়ার করা হয়েছে। জুলাই আন্দোলনে সন্তান হারানো এক বাবার সঙ্গে কথা বলার মুহূর্তে হাসনাত আবদুল্লাহ আবেগাপ্লুত হয়ে পড়েন দাবিতেও একই ভিডিও প্রচার করা হয়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, বাবার সঙ্গে হাসনাত আবদুল্লাহ শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং, ভিডিওতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে থাকা ব্যক্তি হলেন- দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী। দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে ব্যবহৃত ছবি এবং ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে উক্ত পোস্টের ছবি এবং ভিডিওর মিল রয়েছে। অর্থাৎ, মাসুদ সাঈদী ও হাসনাত আবদুল্লাহর ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

এছাড়াও পোস্টটির শিরোনাম থেকে জানা যায়, গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে ভিডিওটি ধারণ করা হয়। পাশাপাশি তাদের পেছনে ‘জুলাই গণহত্যা’, ‘শাপলা চত্বর গণহত্যা’ শীর্ষক ব্যানারের সঙ্গে ‘মায়ের ডাক’ শীর্ষক আরেকটি ব্যানারও দেখতে পাওয়া যায়। পরবর্তী অনুসন্ধানে গণমাধ্যম আরটিভির ওয়েবসাইটে গত ১০ ডিসেম্বর ‘মায়ের ডাকের’ মঞ্চ থেকে উঠল আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ গণজমায়েতের আয়োজন করে। এছাড়াও মায়ের ডাক-এর ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে সেদিনের গণজমায়েত-এর একটি লাইভ ভিডিও পাওয়া যায়, যার ১ ঘণ্টা ২৯ মিনিটে হাসনাত আবদুল্লাহকে একই জার্সি পড়ে বক্তব্য প্রদান করতে দেখা যায়। সুতরাং, মাসুদ সাঈদী এবং হাসনাত আবদুল্লাহকে বাবা-ছেলে দাবিতে ইন্টারনেটে প্রচারিত করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

আরো পড়ুন: ড. ইউনূসসহ ২০ উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ ট্রাম্পের, যা জানা গেলো

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App