‘১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দেবো না’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ এএম

সাদ্দাম হোসেন
১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দেবো না। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমন বক্তব্য দেখা যায়।
সেই ফেসবুক পোস্টে সাদ্দাম হোসেন লিখেছেন, ১৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে। একটিও পালাতে দেয়া হবে না।
পোস্টে আরো লিখেন, যারা এই তালিকায় আছেন, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তাদের সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা হবে, যাতে পালানোর কোনো সুযোগ না থাকে।
তবে ফেসবুক পেইজটি ছাত্রলীগ নেতার কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পেইজটিতে প্রায় ২ লাখ ফলোওয়ার সংখ্যা রয়েছে।
ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এখনো নিশ্চিত করে জানাননি এটা নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ্দাম বলেছে কিনা।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় দশকের স্বৈরাচারী শাসনে ছাত্রলীগ পরিচিত পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে। জনরোশের ভয়ে এখন তারা আত্মগোপনে। সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়।