×

জাতীয়

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ১২৫, মৃত্যু ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ১২৫, মৃত্যু ১

ছবি: সংগৃহীত

   

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুবরণকারী ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে ৬৪ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৪৯১ জন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৫ জন মারা গেছেন, যার মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার ধারণ করে, বিশেষত জুন মাস থেকে। গত বছর (২০২২) দেশে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০২৩ সালে, ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান, যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। 

আগের বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপের তীব্রতা কম ছিল, তবে ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App