×

জাতীয়

বাসচাপায় ছাত্র নিহত, সাভারে সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

বাসচাপায় ছাত্র নিহত, সাভারে সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

   

সাভারে শনিবার বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে সিআরপি নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। হঠাৎ অবরোধে আটকে পড়ে দুর্ভোগের কবলে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

গত শনিবার সাভারের পাকিজা পয়েন্টে ঠিকানা পরিবহনের বাসচাপায় নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহত হন। এ জেরে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এর আগে রবিবার মহাসড়ক অবরোধ করে দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

নিহত প্রত্যয় সরকার ছিলেন সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।

নার্সিং ছাত্র সমাজের ব্যানারে সোমবার সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকার মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এ সময় জড়িত বাসচালক ও হেলপারের গ্রেপ্তারসহ সড়ক শৃঙ্খলায় ছয় দফা দাবি জানান তারা। এ প্রতিবেদন লেখার সময় মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল বলেন, ‘রবিবারের মতো একই দাবিতে শিক্ষার্থীরা বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেছেন। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App