×

জাতীয়

দুদক চেয়ারম্যান

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক

ছবি: ভোরের কাগজ

   

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, ছোট-বড় বলতে কোনো কথা নাই, সব শ্রেণীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান-তদন্ত নিয়ে আমরা কোনো লুকোচুরি করবো না। সময় মতো সব কিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক। 

গত ১১ ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রথম গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, ইতিমধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। দুদকের কাজের গতি বেড়েছে, এটা আপনারাই (সাংবাদিকরা) লিখেছেন। রাষ্ট্রে দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম, কোনো গণঅভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে (বায়তুল মোকাররম) মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র-জনতা সেটা করে দেখিয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে এ নিয়ে আরো তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।

আরো পড়ুন: নির্বাচনে অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে আওয়ামী লীগের?

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে। সেই প্রত্যাশা পূরণে দুদক কাজ করে যাবে। তিনি বলেন, পুলিশ মামলা করার পর সত্য উদঘাটন করে। আর দুদক সত্য উদঘাটনের পর মামলা করে। সে কারণে দুদকের মামলাগুলো যেন জনপ্রত্যাশার পক্ষে যায়, সেভাবেই আমরা কাজ করবো। সবশেষে দুদক চেয়ারম্যান নিজের সম্পদের তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। একইসঙ্গে তার সহকর্মী দুই কমিশনার ও দুদকের উর্ধ্বতন কর্মকর্তারাও শিগগিরই সম্পদের হিসাব দেবেন বলে জানান।  

মতবিনিময় অনুষ্ঠানে দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান) এবং দুদক সচিব খোরশেদা ইয়াসমিনসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App