৪ আগস্ট গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিয়েছিলেন স্পিকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা পৌঁছে দেন শেখ হাসিনাকে। ওইসময় তাকে অনুরোধও করেন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগ করার।
সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরীন শারমিন চৌধুরী এ কথা জানান। তিনি এও জানান, তার পরামর্শ ও প্রবীণ নেতাদের বার্তায় শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছিলেন। কিন্তু গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এর তীব্র বিরোধিতা করেন। রাতে ‘গ্যাং অব ফোর’ নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। তারা শেখ হাসিনাকে বলেন, এখন কোনোভাবেই নরম হওয়া যাবে না, নতিস্বীকার করা যাবে না।
পরে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ৫ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যান।
আরো পড়ুন: শেখ হাসিনার বিদায়ঘণ্টা বেজে যায় ৩ আগস্ট